আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণায় নিজে ও সমর্থকদের দিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি আড়ালে চালিয়ে যাচ্ছেন লবিং।
তবে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা লক্ষ্য করা গেলেও এখানে বিএনপি ও তার শরীক দলের সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা নেই বললেই চলে।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দৌলতপুর উপজেলা শাখা ও ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। দলের সুসময়-দুঃসময় যাই হোক সব সময় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলের কাজ করেছি। তবে সবার সাথে কথা বলে প্রার্থী হওয়ার বিষয়ে আমি পদক্ষেপ নিয়েছি। অন্য যে কেউ প্রার্থী হতে পারেন। তবে আমি প্রার্থী হিসেবে মাঠে থাকবো।
তিনি আরও বলেন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকার উন্নয়নের কথা ভাবি। জনগণের সমর্থন থাকলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।