dailynobobarta logo
আজ রবিবার, ১০ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাতীবান্ধায় আনুষ্ঠানিক ভাবে পতাকা দিবস পালিত

প্রতিবেদক
আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি
রবিবার, ১০ মার্চ ২০২৪ | ১২:৩৮ পূর্বাহ্ণ

আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: ৯ মার্চ ১৯৭১ সালের এ দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় পাকিস্তানি পতাকায় অগ্নিসংযোগ করে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মহান মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ওই সময় এ পতাকা উত্তোলন করেন। কালীগঞ্জ উপজেলার ভোটমারী ভাকারি ব্রীজ উড়িয়ে দেয়ার সেই দুঃসাহসীক অভিযানের নায়ক ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধে তিনি ১৬শত মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি এক লাখ শরর্ণাথীর থাকা ও খাওয়ার ব্যবস্থাও করেন। ভারতের শীতলকুচিতে অবস্থিত নর্থ জোনের যুব মুক্তিযোদ্ধা প্রশিক্ষণের প্রধান ছিলেন। এই দিনকে স্বরণ করতে প্রতি বছরের ন্যায় আজও স্থানীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তরুণ প্রজন্মর উদ্দেশ্য বলেন আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তরুণ প্রজন্মকে এসব নিয়ে জানাতে হবে। এই দায়িত্ব আমাদেরই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জামান সোহেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পল্লব, টংভাঙ্গা ইউনিয়ন কমান্ডারসহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com