dailynobobarta logo
আজ সোমবার, ১৮ মার্চ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

আটোয়ারীবাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে ৪৪টি সিসি ক্যামেরা স্থাপন

প্রতিবেদক
রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
সোমবার, ১৮ মার্চ ২০২৪ | ১১:০১ অপরাহ্ন

রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে পল্লী বিদ্যুৎ, কলেজ মোড় ও বাজারে ৪৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি এই যুগে আরেক ধাপ এগিয়ে থাকল উপজেলা সদরবাসী।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজনুবিন রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম জানান, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান বাণিজ্যিক কেন্দ্র ফকিরগঞ্জ বাজার। এটি উপজেলার মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহত্তম বাজার। যেখানে প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার হাটবার গুলোতে স্থানীয় ও বাইরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে বাজারটি। এরই ধারাবাহিকতায় ফকিরগঞ্জ বাজার, কলেজ মোড়, পল্লী বিদ্যুৎ এবং উপজেলা সদরের সম্মুখভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষায় এ সিসি টিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পাশাপশি উক্ত ক্যামেরাগুলো মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও আটোয়ারী থানায় পৃথক দুটি মনিটর বসানো হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com