dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

৪০ বছর পর খেলাপী ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন বীর মুক্তিযোদ্ধা

প্রতিবেদক
রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন

রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে খেলাপী ঋণ পরিশোধ করে দেশান্তরী কাকাকে দায় মুক্ত করে প্রশংসিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন। উল্লেখ, ওই বীর মুক্তিযোদ্ধার কাকা উপজেলা রাধানগর গ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ বর্মন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা থেকে ৪৫ হাজার টাকা কৃষি ঋণ গ্রহণ করে অভাবের সংসার পরিচালনা করতে থাকেন।

এক পর্যায়ে তিনি ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমায়। এতে ঋণটি খেলাপী হয়ে পড়লে তা আদায়ের উদ্দেশ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা কর্তৃক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার্টিফিকেট মামলা দায়ের করেন। দীর্ঘ সময়েও মামলাটি নিষ্পত্তি না হলে উপজেলা নির্বাহী অফিসার এবং শাখা ব্যবস্থাপকের বিকল্প প্রচেষ্টায় ঋণ গ্রহিতার ভ্রাতুষ্পুত্র (ভাতিজা) বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন কাকার নামীয় দীর্ঘ প্রায় ৪০ বছরের খেলাপী ঋণের সমুদয় টাকা (১ লক্ষ ১১ হাজার ২ শত টাকা) পরিশোধ করেন।

এদিকে কাকা’র খেলাপী ঋণ পরিশোধ করার কারণে ভাতিজা বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মনকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। এতে ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ সফিউল হক, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।

বীরমুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেমন মুক্তিযুদ্ধ করেছি-ঠিক তেমনি দেশের প্রতি ভালোবাসার কারণেই কাকা’র (চাচা’র) লক্ষাধীক টাকার খেলাপী ঋণটি পরিশোধ করে দিলাম।

এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, আরডিও জাকিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী ও ব্যাংক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
Social Media Auto Publish Powered By : XYZScripts.com