বরিশালে বইছে উপজেলা নির্বাচনী হাওয়া। আসন্ন ২৯মে ৩য় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সম্ভব প্রার্থীরা শুরু করেছেন তাঁদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার।
শুক্রবার (১৯ এপ্রিল) জুমার নামাজ শেষে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে তিনি তাঁর গণসংযোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। বিকেলে মোটরসাইকেল শোডাউন মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাগধা, রত্নপুর, গৈলা ইউনিয়নের হাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এসময়ে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের আয়োজনে গণসংযোগ ও পথসভায় মিলিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও কুশল বিনিময় করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
পরে পথসভায় এক সাক্ষাৎকারে সাংবাদিকদের তিনি বলেন, আমি আওয়ামী রাজনীতি পরিবারের সন্তান। কলেজ ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতি শুরু। আমি পর্যায়ক্রমে আওয়ামী রাজনীতিতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি। আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে গত পাঁচটি বছর জনগনের সেবায় সফলভাবে দায়িত্ব পালন করে আসছি। আগামীতে ডিজিটাল বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাব।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন- আগৈলঝাড়া উপজেলা নেতৃবৃন্দসহ রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, জাকির তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মেধৃা, ইউপি সদস্য হাবুল ঘরামি, ইউপি সদস্য সঞ্জয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইদ্রীস, রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফখরুল ইসলাম মামুন, তপন রায়, মনোরঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিমন তালুকদার, টি এম রফিকুল ইসলাম জনি, কালাই হাওলাদার, আলম খান, ইউনিয়ন ছাত্রলীগ সেলিম মোল্লা, হিমেল তালুকদার, নাদিম তালুকদার, ইয়াসিন তালুকদার, ইসমাইল সরদার, কলেজ ছাত্রলীগ রাতুল তালুকদার, মানিক তালুকদার, শাকিল সরদার, আশরাফুল সরদার প্রমুখ।