dailynobobarta logo
আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ৩:০৩ অপরাহ্ন

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ রৌদ্রের খরতা থেকে স্বস্তির জন‍্য বৃষ্টি চেয়ে মানিকগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার ২৭ এপ্রিল সকাল ১০ ঘটিকায় জেলার ঘিওর  উপজেলার ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করেন মুসল্লিরা। হযরত মাওলানা মুফতি নিজাম উদ্দিন সাহেবের আয়োজনে এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় নামাজের ইমামতি করেন, হযরত মাওলানা মুফতি নিজাম উদ্দিন। 

এ নামাজে উপস্থিত ছিলেন- আশেপাশের শত শত মুসল্লিগণ। রৌদ্রের কাঠফাটা তীব্র গরমের কথা উল্লেখ করে এসময়  আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়েছে। নামাজ আদায় শেষে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি নিজাম উদ্দিন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহামুদুল্লাহ।

এসময় বক্তারা বলেন, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে ও ক্ষমা চেয়ে খুতবা  পাঠ এবং দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করে মোনাজাত করেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com