কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি: স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস (২০২৪) উদযাপন করা হয়েছে। রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যেগে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের শহর প্রদক্ষিন করে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে আলোচনাসভায় মিলিত হয় সবাই।
সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি ফরিদুন্নাহার লাইলী।
এসময় আরো ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, সংরক্ষিত আসনের এমপি আশ্রাফুন্নেছা পারুল, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ। এর আগে লিগ্যাল এইড মেলার উদ্বোধন ও দেয়ালিকা উম্মোচন করেন অতিথিরা।