dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ২ মে ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রতিবেদক
দৈনিক নববার্তা ডেস্ক
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ন
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মানিকগঞ্জ শিবালয় উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবসে উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১ মে (বুধবার) শিবালয় উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আন্তজিলা মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মে দিবসে জাতীয় শ্রমিকলীগ শিবালয় উপজেলা শাখার সভাপতি মোঃ অছিয়ার রহমান সিকো সভাপতির প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ। মে দিবস উদযাপন বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার উদ্ধোধক ছিলেন, জাতীয় শ্রমিকলীগ মানিকগ জেলা শাখার সভাপতি মোঃ বাবুল সরকার, সাধারণ সম্পাদক, আব্দুল মতিন (তোতা)।

বিশেষ অতিথি ছিলেন- শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, মানিকগঞ্জ জেলা আওয়ামীলী সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল কুদ্দুস, যুগ্ন সম্পাদক মোঃ আলী আহসান মিঠু, উপজেলা যুবলীগ আহবায়ক একেএম মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা মহিলালীগ সভানেত্রী নাজমা বেগম, সম্পাদিকা রওশনারা বেগম, তাহমিনা আক্তার লতা, জেলা যুব মহিলালীগ যুগ্ন আহবায়ক রুনা আক্তার, যুগ্ন আহবায়ক মাইশা হোসেন তামান্না। স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মোস্তফা, ছাত্রলীগ আহবায়ক মোঃ নাজমুল ইসলাম জনি, যুগ্ন আহবায়ক সাইমন হোসেন সবাধীন প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত সমৃদ্ধ সম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখে শিবালয় উপজেলা শ্রমিকলীগকে কাজ করে যেতে হবে। জননেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষ সুখে থাকে। আজ গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামের প্রতিটি প্রান্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প, জিইও ব্যাগ ফেলে নদী শাসন প্রকল্প, রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল -কলেজ সরকারি-বেসরকারি স্থাপনা ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা, পেনশন ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, বিজিএফ খাদ্য সহায়তা, রেশন ব্যবস্থাসহ এদেশের জনগণের কথা চিন্তা করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। এই উন্নয়নে শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে এদের পরিশ্রমে দেশ আজ উন্নত বিশ্বের বুকে উন্নত মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি কুচক্রী মহল নানা প্রকার ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল প্রকার ষড়যন্ত্র কে প্রতিহত করে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নত মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ভীসন ৪১ কে বাস্তবায়িত করার লক্ষ্যে জনসাধারণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। জাতীয় শ্রমিক দিবসে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মহান মে ও জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন, জাতীয় শ্রমিকলীগ শিবালয় উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ মিলন কাজী।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com