dailynobobarta logo
আজ সোমবার, ৩ জুন ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

আগৈলঝাড়ায় গাছ কাটায় বাঁধা দেয়ায় প্রতিবন্ধী বৃদ্ধের উপর হামলা

প্রতিবেদক
সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
সোমবার, ৩ জুন ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় গাছ কাটায় বাঁধা দেয়ায় প্রতিবন্ধী বৃদ্ধের উপর হামলা

বরিশালের আগৈলঝাড়ায় নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। আহত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের (৬০) নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষ টাকার গাছ সম্প্রতি ভাইর ছেলে আনসার সিকদার কেটে নেয়। তখন গাছ কাটতে বাঁধা দিলে প্রতিপক্ষের আনসার সিকদার ও তার সহযোগিরা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে মারধর করে।

পরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার বাদী হয়ে গত ২০ মে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করার নির্দেশ দেয়। গত ৩১ মে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দুই কর্মকর্তা উত্তর শিহিপাশা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের বাড়িতে যায়। তারা তদন্ত শেষে বাড়ি থেকে যাওয়ার আধাঘন্টা পরে তার ভাইর ছেলে প্রতিপক্ষের আনসার সিকদার, তার ভাই আয়াতুল সিকদার, আশ্রাফুল সিকদার, নাসরুল সিকদার ও আলমাস সিকদারের নেতৃত্বে বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে।

পরে স্থানীয়রা বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার জানান, আদালতে মামলা করার পরে বাড়িতে পুলিশ তদন্তে আসার পরে ক্ষিপ্ত হয়ে আমার উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে আহত করে। আর তারা আমাকে এবং আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে।ট

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com