dailynobobarta logo
আজ মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্ট

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারে কাজ করার সময় মাটিতে পড়ে থাকা লাইনে বিদ্যুৎস্পৃষ্টে আবু সাইদ (৩৫) নামে এক খামার শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩ জুন) সকালে উপজেলার ধামশুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার ধামশুর গ্রামে অবস্থিত ধীতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলমের পোল্ট্রি খামারে কাজ করছিল শ্রমিক আবু সাইদ। এ সময় ঝড়ে ছিড়ে মাটিতে পড়ে থাকা পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খামার মালিক আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘আবু সাইদ ২০১০ সাল থেকে তার খামারে কাজ করে। বিদ্যুৎস্পৃষ্টে কিভাবে সে মারা গেছে, তার তার জানা নেই।’

ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল তাসলিমা জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com