dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার ২০২৪ পাচ্ছেন রুদ্র আমিন

প্রতিবেদক
সাহিত্য ডেস্ক
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ | ২:৫৮ অপরাহ্ন
ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার ২০২৪ পাচ্ছেন রুদ্র আমিন

ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার ২০২৪ এর ‘গল্পকার’ বিভাগে এবছর পুরস্কার পাচ্ছেন দৈনিক নববার্তা (অনলাইন) পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি, গল্পকার, গীতিকার মোঃ আমিনুল ইসলাম (রুদ্র আমিন)। পুরস্কার প্রদান করা হবে ১৯ জুলাই। রুদ্র আমিন জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্য দিগন্ত-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর পরিচিতি :
সমসাময়িক জনপ্রিয় কবি রুদ্র আমিন, এটি মূলত তাঁর ছদ্মনাম, তাঁর প্রকৃত নাম মোঃ আমিনুল ইসলাম রুদ্র। লেখক ও পাঠক মহলে তিনি রুদ্র আমিন নামে সর্বাধিক পরিচিত। রুদ্র আমিন ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (নিট) থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন।

প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫), আমি ও আমার কবিতা (২০১৬), বিমূর্ত ভালোবাসা (২০১৮)। অধরা- সিরিজ কবিতা
(২০২০)

প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)

কবি পরিচয়ের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তাঁর ‘সখি ভালোবাসি বল’ শিরোনামের গানটির মাধ্যমে তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত শিল্পী নিধান আহমেদ। গানটি প্রকাশ পায় সাদিয়া ভিসিডি সেন্টার থেকে। এরপরে তিনি লিখেন ‘প্রেম পাগলের ভালোবাসা’ ও ‘কবর’। এই গান দুটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গান দুটি প্রকাশ পায় মম মিউজিক সেন্টার থেকে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নজরুল ইসলাম দয়া।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
আসলাম সানী (কবি ও ছড়াকার), আলমগীর রেজা চৌধুরী (কবি), রেজাউদ্দিন স্টালিন (কবি), শাহীন রেজা (কবি ও সংগঠক), প্রাকৃতজ শামিমরুমি টিটন (বহুমাত্রিক লেখক ও সংগীতজ্ঞ), বাদল মেহেদী (কবি), সাঈদা আজিজ চৌধুরী (কবি ও প্রাবন্ধিক), জ্যোতির্ময় সেন (ছড়াকার), আহম্মদ হোসেন বাবু (কবি ও আবৃত্তিশিল্পী), ফারজানা করিম (কবি ও আবৃত্তিশিল্পী)।

শ্যামল চৌধুরী (কবি ও প্রাবন্ধিক), তপন দেবনাথ (প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক) হুমায়ুন হাবিব (কবি), নাজমা নাহার রুবি মির্জা (কবি ও সম্পাদক), নাজমুন নাহার লাডলী (কবি ও প্রাবন্ধিক), পুস্পেন রায় (কবি ও সংগঠক), ড. মহীতোষ গায়েন (কলকাতা, পশ্চিমবঙ্গ, কবি ও গবেষক), অনির্বাণ সামন্ত (হাওড়া, পশ্চিমবঙ্গ, সমাজসেবী), মো. সফিউল্লাহ পলিন (কবি), রফিকুল ইসলাম ডেলটা (সমাজসেবক), হায়দার হোসেন (সম্পাদক), জীবন চক্রবর্তী (কবি), ম. আব্দুল্লাহ আল মামুন (কবি ও গল্পকার), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (সমাজসেবক, প্রতিষ্ঠাতা : নুসরাত জাহান তমা ফাউন্ডেশন), মো. মেহেবুব হক (কবি ও কথাসাহিত্যিক), এম এ ওয়াজেদ (কবি), আশ্রাফ বাবু (কবি ও সম্পাদক), সাবরীনা ইসলাম নীড় (কথাসাহিত্যিক), মোস্তাফিজুর রহমান (কবি ও সাংবাদিক)।

রুদ্র আমিন (গল্পকার),  অগ্নিশিখা দীপান্বিতা (পশ্চিমবঙ্গ, কবি), জামনূর নাহার স্বপ্না (গল্পকার, আবৃত্তিশিল্পী), ড. জেনি সরকার (লেখক, গবেষক), মনিরুজ্জামান রোহান (বিজ্ঞান লেখক), মাকসুদা আননাহাল (কবি), পাগলা জাঈদ (কবি), শাহিনুর পারভীন (কবি), শান্তা আমীন (কণ্ঠশিল্পী), মীর রবি (কবি), এইচ এম হাসান মাহমুদ (কবি), এন আই জীবন (জীবন্ত) (গীতিকার, অভিনেতা), মোঃ আব্দুল হামিদ সরকার (কবি ও ঔপন্যাসিক), শামসুন্নাহার সুমা (কবি)।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com