শেরপুরে ২০২৪ সালে বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শেরপুর সরকারি কলজের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শেরপুর সরকারি কলেজ থেকে অংশ নিয়ে এসব শিক্ষার্থী ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯ জুন ২০২৪ কলেজের হল রুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দীন। এতে সভাপতিত্ব করেন কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, আমিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ, প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায় প্রমুখ বক্তব্য দেন।
পরে ২০২৪ সালে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কলেজের ৮১ জন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।