dailynobobarta logo
আজ রবিবার, ২৩ জুন ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইতালিতে পুরস্কার অর্জন করলো ‘ময়না’

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
রবিবার, ২৩ জুন ২০২৪ | ৩:৩৬ অপরাহ্ণ
ইতালিতে পুরস্কার অর্জন করলো 'ময়না'

ইতালীর গলফ অফ নেওপাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে আলিমউল্যাহ খোকন প্রযোজিত, মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ময়না”। গত ১১ জুন হতে ১৪ জুন ইতালীর নেওপাল উপসাগরের সৈকতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসবের ১০ম সংস্করণ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে স্থান পায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ময়না”।

সারা পৃথিবীর চলচ্চিত্র থেকে সিলেকশন কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। জুরীগন সবগুলি সিনেমা দেখে বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষনা করেন। বাংলাদেশের “আই ওয়ান্ট টু বি মাদার” (ময়না) “স্পেশাল মেনশন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র” পুরস্কার অর্জন করেছে।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে পুরস্কার অর্জন করেছে- ইতালীর স্টেফানো উসারদী পরিচালিত “সেনজা ইতা” সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। স্পেশাল জুরী পুরস্কার পেয়েছে মরোক্কর জিহানে ইল বাহ্হার পরিচালিত “ট্রিপল এ”। স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত “আই ওয়ান্ট টু বি মাদার” (ময়না)। সেরা চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছে কানাডার লুইগি কাপাস্সো পরিচালিত “নৈই”। সেরা চিত্রনাট্য ও সেরা শব্দ সংযোগ পুরস্কার অর্জন করেছে রাশিয়ার তিমুর হউয়ান, আলেকজান্ডার গুরাউনোভ পরিচালিত “কমান্ডার” সিনেমা।

ইতালির ৬৭ বছর বয়সী বিখ্যাত অভিনেত্রী “প্যাট্রিজিয়া লা ফোন্টে” সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্টেফানো উসারদী পরিচালিত “সেনজা ইতা” সিনেমায় অভিনয়ের জন্য।

এছাড়াও স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি, অ্যানিমেশন চলচ্চিত্র প্রতিযোগিতার বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমেরিকার নিকিতা হাত্তনগাদি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “লা পাইত্রা” তে অভিনয়ের জন্য হলিউড অভিনেত্রী “ইলেউনোরা মানসিনে” সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

পুরস্কারের অনুভূতি প্রকাশ করে ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, বাংলাদেশের সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সাথে প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় আনন্দের। পুরস্কার পেলে দায়বদ্ধতা বেড়ে যায়, আশা করছি আমার পরের সিনেমা আরো ভালো হবে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার পেয়েছে ময়না। ইতালীর ১০ম গলফ অফ নেওপাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এ স্পেশাল মেনশন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র” পুরস্কার অর্জন করলো। আগস্টে কোরিয়ার ২১ তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব’ ২০২৪ অংশগ্রহণ করবে। আপোরিয়াকে বলা হয় ফিল্মের অলিম্পিক। এই উৎসবে প্রথমবার ময়না সিনেমার মাধ্যমে বাংলাদেশ অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
'ময়না' সিনেমার শ্যুটিং
পরিচালক মনজুরুল ইসলাম জানান, ময়না সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেমন প্রশংসিত হয়েছে দেশের সিনেমা হলেও প্রশংসিত হবে। বাচ্ছাসহ পারিবারিক সদস্য নিয়ে এক সাথে সব শ্রেণির দর্শকের জন্য নির্মিত হয়েছে ময়না। ময়না সিনেমার সবগুলি গানই হৃদয় ছুয়ে যাবে। ময়না সিনেমার বিয়ের গান, বাংলাদেশের প্রত্যেক বিয়ের অনুষ্ঠানের অংশ হয়ে উঠবে এমনটাই অনুভূতি জানিয়েছেন, গানের জগতের বেশ কয়েকজন।

ময়না সিনেমার প্রযোজক আলিমউল্যাহ খোকন জানিয়েছেন, আমরা চেষ্টা করেছি ভালো সিনেমা উপহার দেয়ার, দর্শকদের ভালো লাগলে সিনেমা নির্মাণ স্বার্থক হবে। ইতোমধ্যেই ময়না বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে পুরস্কার অর্জন করেছে, প্রশংসিত হয়েছে। সিনেমা হলে মুক্তি পেলে ছোট বড় সব দর্শক সিনেমা দেখবে আমার বিশ্বাস।

আলিমউল্যাহ খোকন আরো বলেন, ময়না সেন্সর সনদ পেয়েছে, আগামি সেপ্টেম্বরে রিলিজ দিবো, তার আগে আরো কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না অংশগ্রহণ করবে। ময়না সিনেমা রিলিজের পরেই “জয়িতা” নামে একটি সিনেমা নির্মাণ শুরু করবো।

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমউল্যাহ খোকনের কাহিনী ও প্রযোজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটির গানে প্লেব্যাগ করেছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালামা, সংগীত শিল্পী আপন, রিনাৎ সুলতানা।

ময়না সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে শিশির, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

উল্লেখ্য, ময়না সিনেমার আন্তর্জাতিক উৎসব পরিবেশকের দায়িত্ব পালন করছে সিনেমাকিং লিমিটেড। গলফ অফ নেওপাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এর সহপ্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক উমব্রেতো সান্তাক্রোসি, সহপ্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর ভিত্তরিও আদিনোল্ফি ময়না সিনেমার প্রযোজক আলিমউল্যাহ খোকন ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ কে পুরস্কার গ্রহন করার আমন্ত্রণ জানিয়েছেন, আগামি সপ্তাহে প্রযোজক ও পরিচালক ইতালি যাবেন পুরস্কার গ্রহণ করতে। ‘ময়না’ সিনেমার মাধ্যমেই রাজ রিপার নায়িকা হিসেবে ঢালিউডের পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com