dailynobobarta logo
আজ বুধবার, ১০ জুলাই ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফরিদপুরে সড়ক আটকে শিক্ষার্থীদের অবরোধ

প্রতিবেদক
মাহমুদুর রহমান (তুরান), নগরকান্দার প্রতিনিধি
বুধবার, ১০ জুলাই ২০২৪ | ৩:৫৪ অপরাহ্ণ
ফরিদপুরে সড়ক আটকে শিক্ষার্থীদের অবরোধ

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবি আদায়ে ফরিদপুরে সড়ক আটকে অবরোধ কর্মসূচি পালন করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে তারা অবরোধ কর্মসূচি সড়ক আটকে শুরু করেন।

পরে পুলিশের সঙ্গে সমঝোতা শেষে তারা অবরোধ তুলে নেন। অবরোধের সময় শহরের ভেতরে ব্যাপক যানজট তৈরি হয়। প্রতিটি সড়কে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে তারা আন্দোলন করতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেন।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি হারুনার রশিদ হারুন, পরিষদের নেতা শাহ মো. আরাফাত, প্রত্যুষ কর্মকার ও মো আশরাফ।

বক্তারা বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য- আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার কোনো যৌক্তিকতা নেই।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com