খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরী চোলাই মদসহ দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকার খাগড়াছড়ি টু চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে সিএনজি গাড়ি থামিয়ে তাদের আটক করে মানিকছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলেন,মোঃ চাঁন মিয়া (৩৫), সে যোগ্যাছোলা ইউপির বাসিন্দা – মৃত মিয়ার উদ্দিনের ছেলে। মোঃ আজম ফারুক (১৯), সে ০৪নং তিনটহরী ইউপি এলাকার স্হানীয় – আবু আলমের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি টু চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ২০ লিটার মদসহ দুই মাদককারবারীকে আটক এবং মাদকদ্রব্য বহনকারী সিএনজি জব্দ করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর জানান, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় মানিকছড়ি থানা পুলিশ অবৈধ মাদক পাচারকারীর দুই সদস্যকে আটকসহ সিএনজি জব্দ করে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।