dailynobobarta logo
আজ শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফেনীর স্বজনরা ফোন ধরছে না, পুতুল উদ্বিগ্ন

প্রতিবেদক
সুব্রত দেবনাথ
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক:

অসহায় বোধ করছেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। বন্যায় তলিয়ে যাওয়া ফেনীতে অনেক বন্ধু ও স্বজনের খোঁজ পাচ্ছেন না তিনি। এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন এই শিল্পী।

আজ (২৩ আগষ্ট) শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন পুতুল। ‘এই কালোরাত কবে হবে শেষ’ লিখে নিজের অসহায়ত্ব জানান দিয়েছেন এই শিল্পী। ওই পোস্টে তিনি লেখেন, ‘ফেনী শহরে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমার ভাই-ভাবি আর তাদের ছোট ছোট দুটো ছেলেমেয়ে থাকে, থাকে ভাড়াটিয়া। ফেনীতে থাকে আমার সেজো বোনও। তারও দুটো ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবে বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায়বোধ করছি।’

তার ওই পোস্টে মন্তব্য করে অনুরাগীরা ভরসা দিয়েছেন পুতুলকে। এমনকি তাকে সান্ত্বনা জানিয়েছেন গানের অঙ্গনের মানুষেরাও। তাদের মধ্যে আছেন তিমির নন্দী, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, লোপা হোসাইন, চৌধুরী কামাল, শামীম হাসান, মনোয়ার হোসেন টুটুল, সিরাজুম মুনীর প্রমুখ।

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর পানি উপচে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার শুরু থেকেই উৎকণ্ঠিত দেখা গেছে পুতুলকে। ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন সবাইকে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com