দেশে হঠাৎ বন্যার বিপর্যয়ে দিশেহারা মানুষ। বন্যা দুর্গতদের সাহায্যে সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীগুলো। দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যার মধ্যে জরুরি উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। র্যাব তাদের হেলিকপ্টার নিয়ে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রান বিতরণ কার্যক্রমে যোগ দিয়েছে। এদিকে বিজিবি তাদের অন্যান্ন কার্যক্রমের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে। এছাড়া বন্যার্তদের সহায়তায় বিজিবির সকল সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছে বিজিবি সদর দফতর।
১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশের জেলাভিত্তিক কার্যক্রম: বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি জেলাভিত্তিক যোগাযোগের জন্য কিছু ফোন নম্বর দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। নম্বর গুলো হচ্ছে- নোয়াখালী জেলা পুলিশ +8801320111898, লক্ষ্মীপুর জেলা পুলিশ +8801320112898, ফেনী জেলা পুলিশ +8801320113898, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ +880 1320-115898, কুমিল্লা জেলা পুলিশ +880 1320-114898, চাঁদপুর জেলা পুলিশ +8801320116898, রাঙ্গামাটি জেলা পুলিশ +8801320109898, বান্দরবান জেলা পুলিশ +8801320110898, খাগড়াছড়ি জেলা পুলিশ +8801320110398, চট্টগ্রাম জেলা পুলিশ +8801320108398, কক্সবাজার জেলা পুলিশ +8801320109398, মৌলভীবাজার জেলা পুলিশ +880 1320-120698, হবিগঞ্জ জেলা পুলিশ +880 1320-119698।
র্যাবের হেলিকপ্টারে পানিবন্দীদের উদ্ধার: চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র্যাবের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ আগস্ট) ফেনী জেলার বিভিন্ন এলাকায় র্যাবের পক্ষ থেকে পাঁচশতাধিক বন্যার্তদের শুকনো খাবার,পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার সেলাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এর পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে ১ জন গর্ভবতী নারী ও ২ জন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে সুস্থ্য করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দীদের র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। এছাড়াও অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এধরণের অসহায় মানুষদেরকে খুঁজে বের করে র্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে
মন্তব্য করুন