dailynobobarta logo
আজ বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শিবগঞ্জে অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা ও অভিষেক

প্রতিবেদক
রাসেল মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১১:২৯ অপরাহ্ণ
Shibganj Online Press Club Bogura

বগুড়ার শিবগঞ্জে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ও উপজেলার একাট্টা গণমাধ্যম কর্মীদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অনলাইন প্রেসক্লাব অন্তর্ভুক্ত শাখা সংগঠনের পূর্বের এমদাদুল হক ও রবিউল ইসলাম রবির নেতৃত্বের আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়া। দুই বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার। এরপর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়, নিরাপদ সড়ক চাই বগুড়ার সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহাগ।

শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, নুরনবী রহমান, আশরাফুল ইসলাম রহিত, নিশা হাসান সুমন, সম্রাট হোসেন, সাগর আহম্মেদ, মোশাররফ করিম সুমন, আল আমিন, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত, মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জের সভাপতি কামরুল হাসান, কিচক প্রেসক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ, সাংবাদিক ফারুক হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জের সমন্বয়ক সাব্বির আহম্মেদ, বাংলাদেশ জার্নাল জেলা প্রতিনিধি জিএম মিজান, কিচক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুল রানা, বুড়িগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সরকার, ব্যবসায়ী অশীষ কুমার রায়, জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজিব, অতিরিক্ত দপ্তর সম্পাদক সাফায়াত সজল, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, মোকামতলা মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিনহাজ আলী, সদস্য সাবিত ইসলাম, কিচক প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক সিরাজুল ইসলাম, মহাস্থানগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুর ইসলাম জনি, বুড়িগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিবগঞ্জের প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিতরা হলেন- এমদাদুল হক সভাপতি, শাহজাহান আলী সিনিয়র সহ সভাপতি, নুহুরুল হক রুবেল, সাজু মিয়া, কনক দেব, কামরুজ্জামান ও আনোয়ার হোসেন সহ সভাপতি, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক, শেখর চন্দ্র সরকার যুগ্ম সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, উৎপল কুমার মোহন্ত দপ্তর সম্পাদক, রাব্বি হাসান সুমন সহ-দপ্তর সম্পাদক, মিজানুর রহমান কোষাধ্যক্ষ, গোলজার রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাকি বিল্লাহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, রুহুল আমিন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তৌহিদ মন্ডল সাংস্কৃতিক সম্পাদক, জহুরুল ইসলাম সৈকত ক্রীড়া সম্পাদক। এছাড়া সদস্য হিসেবে নুরনবী রহমান, এম আর মিজান, আবুল খায়ের, আবু হাসান হাবীব, ওছমান গনি, মাসুদ রানা, সোহাগ আলী, মাসুদ রানা মাসুদ ও মোহসীন আলীকে নির্বাচিত করা হয়।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com