মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সানোয়ার হোসেন (শান্ত), সহ-সভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর রহমান , অর্থ সম্পাদক ইলমু কবির রাফা, দপ্তর ও নথি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, প্রকল্প পরিচলন সম্পাদক মুহাম্মদ কিরন হোসেন, সহ-অর্থ সম্পাদক সুরভী ইয়াসমিন ও অন্যান্য সদস্যরা।
এর আগে দিবসটি উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি। বেলা ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইবি গবেষণা সংসদের সভাপতি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ বিজয়ের এই মহান দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। আজ থেকে ৫৩ বছর আগে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এই বিজয় দিবসে আমার প্রত্যাশা- বর্তমান বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক। দেশে শুধু অবকাঠামোগত উন্নয়ন না করে, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি সাধন করা চাই। গবেষণা ছাড়া চতুর্থ শিল্প বিপ্লব আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বিভিন্ন দেশের ধার করা প্রযুক্তি ব্যবহার করে কখনো একটা দেশ এগোতে পারে না। সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গ্রহণ, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, গবেষণা ভিত্তিক কারিকুলাম পুনর্বিন্যাসে আরো জোর দেওয়া প্রয়োজন। শিক্ষাব্যবস্থাকে আধুনিক, নির্ভরযোগ্য করে গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। এতে বাংলাদেশ আগামীতে জ্ঞান-বিজ্ঞানে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এবং আমাদের মেধাবী ও উদ্ভাবনী তরুণেরা তাদের প্রতিভা দিয়ে প্রিয় স্বদেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেই স্বপ্নবীজ পরিচর্যা করে একবিংশ শতাব্দীর নতুন প্রজন্ম হিসেবে সোনার বাংলা বিনির্মাণে আমাদের হতে হবে বদ্ধপরিকর।’
২০২১ সালের ৪ ডিসেম্বর ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সঙ্গে তাঁদের গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণাকাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করে চলেছে।