dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

নন্দীগ্রামে জাতীয় শোক দিবস পালিত

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মহিলা আওয়ামী লীগ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও যুব ঋণের চেক বিতরণ করেন- বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি ও সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

এর আগে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের র‌্যালিতে যোগ দেয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী। এছাড়া থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

রাসেল মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।