dailynobobarta logo
ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা। নিজেও কাঁদলেন এবং সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিলটন, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, অধ্যক্ষ অলোক কর্মকার, জাতীয় পার্টির জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল।

আরও বক্তব্য রাখেন- এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মাওলানা হোসাইন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত তালুকদার, কৃষি অফিসার সোমা দাস, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, সাংবাদিক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর। বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের সুলতানা নিজেও কাঁদলেন এবং অনুষ্ঠানের সবাইকে কাঁদালেন।

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
+ posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সালাউদ্দিন মাহমুদ জাহিদ