ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩ এর ‘বর্ষসেরা সংগঠক’ বিভাগে পুরস্কার পাচ্ছেন জাতীয় কবি পরিষদ (জাকপ) এর প্রতিষ্ঠাতা পরিচালক জনপ্রিয় কবি ও সংগঠক টিপু রহমান।
টিপু রহমান ১৯৭২ সালের ১৩ই অক্টোবর ময়মনসিংহ মেডিক্যাল কলেজে জন্মগ্রহণ করেন। বাবা ডাঃ মজিবুর রহমান এবং মা শামসুন্নাহার। সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় “দৈনিক নব অভিযান” পত্রিকার শিশুফৌজ বিভাগে ছাপা হয় তার প্রথম শিশুতোষ ছড়া।
পরবর্তীতে ১৯৮৮ সালের দিকে কবি আবু হেনা মোস্তফা কামালের অকাল মৃত্যুতে তাঁর প্রতি নিবেদিত ‘ফেরারি শূন্যতা’ ও ‘তোমাকে দেখতে চাই’ শিরোনামে দুটি কবিতা কুমিল্লার স্থানীয় “আমোদ” পত্রিকায় প্রকাশিত হয়।
২০১৭ সালের একুশের বইমেলায় তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ “নিমগ্ন অনুভবে” প্রকাশিত হয়। এছাড়া অদ্যবধি ৩০০ টিরও বেশ যৌথ কাব্য গ্রন্থে এই জনপ্রিয় কবির কবিতা প্রকাশিত হয়। তিনি নজরুল-নার্গিস প্রসঙ্গে এবং ওস্তাদ আলাউদ্দি খাঁ ও তার পরিবারকে নিয়ে শিকড় সন্ধানী গবেষণা এবং লেখালেখি করেছেন। তিনি স্বপ্ন দেখেন একদিন কবিতার হাত ধরেই শান্তির পরশে শান্ত হবে পৃথিবীর বুক। সেজন্য তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যের বীজ বপন করে সমৃদ্ধশীল জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করাতে চান।
শুধু গবেষণা ও কবিতা লিখেই নয়, সাংগঠনিক ক্ষমতার মাধুর্যে তৃনমুল পর্যায়ের সাহিত্যানুরাগী নবীন প্রবীণদের সমৃদ্ধ প্রতিফলন ঘটিয়ে জয় করে নিয়েছেন তিনি সহস্র প্রাণের ভালোবাসা।
কবি টিপু রহমান জাতীয় কবি পরিষদ (জাকপ) এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে অধিষ্ঠিত রয়েছেন। এছাড়াও অনলাইন গ্রুপস এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদকসহ শতাধিক সাহিত্য সংগঠনের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত থেকে নিবিড় সাহিত্য সেবা করে যাচ্ছেন।