জামালপুরের মাদারগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে নিখোঁজ আব্দুল করিম (৩২) নামে এক যুবকের লাশ পানাভর্তি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকা থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল করিম জামালপুর সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কইডলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহত আব্দুল করিম ৫ মাস আগে মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মৃত শহিদ শেখের মেয়ে আশামনিকে পারিবারিকভাবে বিয়ে করেন। এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগেও তিনি একটি বিয়ে করেছিলেন। সেই বিয়ে ৩ বছর পর বিচ্ছেদ ঘটে।
পুলিশ সূত্রে জানায়, আব্দুল করিম নিজবাড়ি থেকে ২৮ আগষ্ট দুপুরে মাদারগঞ্জে তাঁর ছোট বোনের বাড়ি বেড়াতে আসেন। তিনি বোনের বাড়ি থেকে বিকেলে বের হয়ে নিখোঁজ হন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক জানান, আব্দুল করিমের লাশ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠোনো হয়েছে।