dailynobobarta logo
আজ শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ | ৩:০৭ অপরাহ্ন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশ-শ্রীলঙ্কার মুখোমুখি ৫৩তম ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয় দিয়েই এশিয়া কাপ মিশর শুরু করে সাবিকবাহিনী। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোর নিশ্চিত টাইগাররা। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে বড় ব্যবধানে। এতে ফাইনালের পথ কঠিন হয়ে যায় হাথুরুসিংহের শিষ্যদের।

আজ ফাইনালে ওঠার মিশনে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচ জিতলে শিরোপা নির্ধারণী ম্যাচের আশা টিকে থাকবে আর হেরে গেলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শামিম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল হাসান, নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাথিশা থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com