আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারে মাছের সেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় হাট বাজারের অর্থায়নের বাজেট থেকে এই সেটটি উদ্বোধন করা হয়।
ঘিওর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: অহিদুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতোয়ার রহমান, ঘিওর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাম সাহাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন- ঘিওর হাট একটি ঐতিহ্যবাহী হাট, হাটে বেচা বিক্রি করতে আসা জনগণ যাতে সুবিধা ভোগ করে সে ব্যবস্থাই আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে করব।
এ সময় অহিদুল ইসলাম টুটুল বলেন- ঘিওর বাজারটি ঐতিহ্যবাহী বাজার। দীর্ঘদিন যাবত সেটটি জরাজীর্ণ অবস্থায় ছিলো বাজেট না থাকায় সেটটি নির্মাণ করা সম্ভব হয়নি। দেরিতে হলেও এবারের বাজেটে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কাজটি করা সম্ভব হয়েছে।