জামালপুরে অফিসে যাবার পথে মাইক্রোবাসের চাপায় হাফিজুর রহমান (৪৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার বিনন্দের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান শাহবাজ ইউনিয়নের কৈডোলা মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি সামাজিক সেবা সংগঠন নামে এক এনজিওতে চাকরি করেন। পথে বিনন্দের পাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন