dailynobobarta logo
আজ সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিরামপুরে যুবকের তৈরি করা অ্যাপসে মিলছে অনলাইন সেবা

প্রতিবেদক
মোঃ নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৯:২৪ পূর্বাহ্ন
বিরামপুর অনলাইন সেবা

বিএসসি ইঞ্জিনিয়ার আমির হোসেন সুজন তৈরী করলেন “বিরামপুর অনলাইন সেবা” নামে একটি অ্যাপস। অ্যাপটিতে মিলবে জরুরি সকল তথ্য এবং সেবা। হাতের মুঠোয় বিরামপুর উপজেলার সকল সরকারি-বেসরকারি সেবা দিতে বিরামপুর অনলাইন সেবা মোবাইল অ্যাপটি তৈরি করেছেন।

আমির হোসেন সুজন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আঠারোজানি গ্রামের আজমল হোসেন এর ছেলে এবং চায়না সিয়ান ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি থেকে আর্কিটেকচার বিএসসি সর্ম্পন্ন করেছেন।

অ্যাপটির নির্মাতা আমির হোসাইন সুজন সময়ের কন্ঠস্বর কে বলেন, অ্যাপটিতে এখন প্রায় ২০ টি ক্যাটেগরিতে দিনাজপুর বিরামপুর উপজেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে কাজ করছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার এবং বিডিং নির্মাতা এ যুবক। তার বিরামপুর অনলাইন সেবা অ্যাপে মিলবে উপজেলার সকল জরুরি সেবা।

অ্যাপটির নির্মাতা আমির আরো জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে বিরামপুর তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষণিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন।

গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অথবা ক্লিক করতে পারেন অনলাইনে যে সকল সেবা পাবেন খবর, বিরামপুর প্রেসক্লাব এর সাংবাদিকগণের তালিকা ও মোবাইল নাম্বার, সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডাঃ এর তালিকা ও মোবাইল নাম্বার, ব্লাড ডোনার, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিমান টিকিট, বাস টিকিট, রেল সেবা, হেল্প লাইন, থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, ই-সেবা, দর্শনীয় স্থান, উপজেলার তথ্য, পৌরসভার তথ্য, ইউনিয়ন পরিষদ, স্কুলের তালিকা, সরকারি ফি প্রদান।

কেনাকাটা,বোর্ড এর রেজাল্ট বের করা জন্মনিবন্ধনের জন্য আবেদন, জন্মনিবন্ধন ভুল সংশোধন, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা একটি অ্যাপে। প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com