dailynobobarta logo
আজ শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসএম জাহিদের মতবিনিময়

প্রতিবেদক
দৈনিক নববার্তা ডেস্ক
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০১ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয়ের চরাঞ্চালের মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

শুক্রবার বিকেলে উপজেলার বাঘুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সালাউদ্দিন মাহমুদ জাহিদ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে বিভেদ ভূলে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় এসএম জাহিদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।

সাজ্জাদ হোসেন মমিনের সঞ্চালনায় ও রওশন আলমের সভাপতিত্বে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল নেতাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঘিওর-দৌলতপুর ও শিবালয়ের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com