ময়মনসিংহের ত্রিশালের লেখক এসএম মাসুদ রানা ‘স্বপ্ন সাহিত্য চর্চা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা সাহিত্য সম্মাননা পেয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে আয়োজিত এক জমকালো আয়োজনে স্বপ্ন চর্চা সাহিত্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।
ঔপন্যাসিক সুব্রত কুমার মোহন্ত সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আশরাফুল আলম পপলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কবি ও ছড়াকার আসলাম সানী, মাহমুদুল হাসান নিজামী, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ, কবি আতিক হেলাল, কবি বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান উদ্ধোধন করেন কবি মৃণাল কান্তি বিশ্বাস,অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি জাহানারা রেখা।