মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রামের এক গৃহবধূ একই সঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফারজানা আক্তার (৩০) নামের ওই গৃহবধূ মানিকগঞ্জ জেলার ঘিওরে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নরমাল ভাবে চার শিশুর জন্ম দেন।
দৈনিক নববার্তাকে বিষয়টি নিশ্চিত করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: শফী আহম্মদ বলেন- দুটি মেয়ের ওজন ১২০০ গ্রাম করে হয়েছে। অপরটি দুটির ১টির ১১০০ গ্রাম ও অপরটির ১৩০০ গ্রাম।
জন্মের পরপর শিশুদের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল জানিয়ে এ চিকিৎসক বলেন- জরুরিভিত্তিতে তাদের চিকিৎসা দেওয়া হয়। শিশুদের বাবা মোঃ শরিফুল ইসলাম উজ্জল সেনাবাহিনীতে কর্মরত হওয়ায় তাদেরকে সুচিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, চার সন্তানের জন্মে পরিবারটিতে খুশির জোয়ার বইছে।