সরকারি সা’দত কলেজে ‘সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। “অন্ধকারের বন্ধ দ্বারে দৃষ্টিপ্রদীপ সকাল নামুক” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে সরকারি সা’দত কলেজ মিলনায়তনে ওই কলেজের উদ্যোগে সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন- সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেনসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, ছাত্রনেত্রীবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন রোভার, বিএনসিসি, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন