dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
সানোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২১ পূর্বাহ্ণ

ইবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলার ৪৩৫ নাম্বার কক্ষে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ক ও সেমিনারের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (ইবির) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও ইবি রিসার্চ সোসাইটির মডারেটর ড. মোঃ খালিদ হোসেন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি রিসার্চ সোসাইটির যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা।

সভাপতিত্বের বক্তব্যে ড. মোঃ খালিদ হোসেন জুয়েল বলেন, শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা ও বিদেশের মাটিতে উচ্চতর গবেষণায় আগ্রহী ছাত্র-ছাত্রীদেরকে দিকনির্দেশনা, উদ্বুদ্ধ করণ এবং বিভিন্ন বাস্তব উপযোগী সেমিনার ও কর্মশালার মাধ্যমে তাদের স্বপ্নপূরণ করার জন্য ইবি রিসার্চ সোসাইটি কাজ করে যাচ্ছে। সময়োপযোগী গবেষণা সম্পর্কিত কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখা থেকে শুরু করে বাস্তবায়ন করা পর্যন্ত কাজ করে যাচ্ছে অত্র সংগঠনটি।

সেমিনারে আলোচকরা বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব, পদ্ধতি, গবেষণার কৌশল, আইইএলটিএস, প্রফেসর অনুসন্ধানের উপায়, গবেষণার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় এবং গবেষণার জন্য যথাযথ দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মুখ্য আলোচকের বক্তব্যে ড. রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকের উচিত বিদেশের বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একটি মাস্টার্স কোর্স করা। আমি সকলকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য পরামর্শ দেই। এজন্য সকলকে তার সিভি সমৃদ্ধ করতে হবে। আমাদেরকে একক লক্ষ্য ঠিক করে আগাতে হবে এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর হোসেন ভূইয়া বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্য হতে হবে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণ। আর এজন্য গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষকের গবেষণা তার নিজ বিভাগে উপস্থাপন করা উচিত যাতে বিভাগের শিক্ষার্থীরা শিখতে পারে ও গবেষনায় উদ্ভুদ্ধ হতে পারে। কয়েক ঘন্টাব্যাপী সেমিনার শেষে গবেষণায় ইচ্ছুক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় মুখ্য আলোচক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, ২০২০ সালের (৪ ডিসেম্বর) ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই স্লোগান ধারণ করে যাত্রা শুরু করেন ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্লাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করে চলেছে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com