dailynobobarta logo
আজ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিসিবিতে পাপনের সঙ্গে বৈঠকে মাশরাফি

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪:২৩ অপরাহ্ণ
মাশরাফী বিন মোর্ত্তজা

সাকিব-তামিম দ্বন্দ্বে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগে তাদের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। ওয়ানডে বিশ্বকাপের জন্য বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ার কথা টাইগারদের; কিন্তু এখন পর্যন্ত দল ঘোষণা করতেই পারেনি বোর্ড।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করার কথা বিসিবির। কিন্তু সাকিব-তামিম ইস্যুতে বিসিবি সিদ্ধান্তেই আসতে পারছে না। তাই দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে হাজির সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বোর্ডের বিভিন্ন সূত্র থেকে আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ ইস্যুতে সাকিব-তামিমের মতের অমিল হওয়ার বিষয়টি। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে বিসিবিতে হাজির হলেন মাশরাফী। জানা গেছে, এই মুহূর্তে বোর্ড সভাপতি পাপন ও নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক এই অধিনায়ক।

অবসর কাণ্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন রানের দেখাও। তবে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন তিনি। সূত্র থেকে জানা গেছে, ম্যাচের পর তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। জানিয়েছেন, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনেই চটেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

সমস্যার সুরাহা না হওয়ায় সোমবার মধ্যরাতে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেছিলেন দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বিশ্বকাপ দল নিয়ে আলোচনার পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হয়। বিসিবি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের স্কোয়াডে সাকিব কোনভাবেই হাফফিট খেলোয়াড় নেয়ার পক্ষপাতী নন। এমনকি এই ইস্যুতে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com