ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় শামীম হাসান (২৬) নামের এক অটোচালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১লা অক্টোবর) সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী উল্টোপথে আসা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এ সময় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত শামীম হাসান উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে। ভরাডোবা হাইওয়ে থানার এস আই আনিছুর রহমান (আনিস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন