শেরপুর পুলিশ লাইন্সের পতিত জমিতে সবজির বাগান পরিদর্শন করেন পুলিশ সুপার মোনালিসা বেগম। শেরপুর জেলা পুলিশ লাইন্সের পতিত জায়গায় পুলিশ সুপার এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির মৌসুমি শাকসবজি চাষ করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৫ টায় পুলিশ লাইন্সের পতিত জমিতে চাষকৃত বিভিন্ন মৌসুমি শাকসবজি ও উৎপাদিত ফল সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
পতিত জায়গায় সুসজ্জিত সবজির ক্ষেতে ফুলকপি, বাঁধাকপি, পুঁইশাক, পাট শাক, লাল শাক, বেগুন, শিম, টমেটো ও লাউ চাষ করা হচ্ছে। এছাড়াও পেঁপে ও আম গাছ লাগানো হয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ লাইন্সের পতিত জায়গায় শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় এই সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্রমান্বয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পতিত জায়গা চাষাবাদের আওতায় আনা হবে।