মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরের নিরাপত্তা রক্ষার্থে ৮২টি মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: জিয়াউল হক জিয়ার উদ্যোগে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ঘিওর উপজেলার প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তা রক্ষার্থে সিসি ক্যামেরা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল হক মোল্লা রওশন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শচীন্দ্র নাথ মিত্র।
বড়টিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন কুমার দাসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিওর থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাম সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার সাহা, বড়টিয়া ইউনিয়ন প্রজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দাস।