জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ গোলাপফুল বেগম হত্যা মামলার প্রধান আসামি স্বামী ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ওই গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে এ হত্যা মামলাটি দায়ের করেন।
রবিবার (২৯ অক্টোবর) ভোর রাতে শেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন আলী (৩৫) সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে রবিবার ভোরে ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন আলী শেরপুর সদরে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে পলাতক ছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিন আলীকে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের স্বামী ইয়াসিন আলীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ গোলাপফুল বেগমের (২২) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় ওই গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে ১১ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।