ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার জামায়াত-বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আরিচা থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের বাসটি মানিকগঞ্জে আসছিল। পথিমধ্যে বাসটি তরা এলাকায় আসলে বাসের ভেতরে থাকা মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বাসের যাত্রীদের মারধর করে নামিয়ে দেয়। পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে অপেক্ষমাণ তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন