দেশব্যাপী বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মিছিল থেকে বিএনপির তিন নেতাসহ পাঁচকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা থেকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, মানিকগঞ্জ পৌর সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু ও পৌর বিএনপি নেতা আরিফ হোসেনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।