মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে প্রীতিভোজ ও বড় খাবারের আয়োজন করা হয়েছে। এতে ছিলো খাওয়া-দাওয়া এবং নিহত কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের জন্য দোয়ার আয়োজন।
শুক্রবার (৩ নভেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) এর পক্ষ থেকে এ প্রীতি ভোজের আয়োজন করেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান।
এ সময় তিনি বলেন- পুলিশ সুপারের এই আয়োজনকে ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানাই। আয়োজনের মধ্যে ছিলো পোলাও, মোরগের রোস্ট, গরু ও খাসির রেজালা, মুরগির গিলাকলিজা দিয়ে বুটের ডালের লটপটি, পায়েস ও সফট ড্রিংকস।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সৈয়দা মারুফা নাজনিনসহ থানায় কর্মরত সব পুলিশ সদস্য। অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তারা সবাই এ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সৈয়দা মারুফা নাজনিন বলেন- দিনরাত কাজ করে পুলিশ সদস্যরা বিনোদন থেকে একেবারেই দূরে থাকে। দিনরাত তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম আয়োজন তাদের অনেক বড় পাওয়া। জেলা পুলিশ সুপার ও থানা অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানাই এই প্রীতিভোজের আয়োজন করার জন্য।