জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে গাছে ঝুলে থাকা জয়নাল আবেদীন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের স্ত্রী আয়েশা খাতুন জানান, শুক্রবার রাত ৯ টার দিকে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েন জয়নাল আবেদীন। এ সময় স্ত্রী আয়েশা খাতুনকে কালেমা তাইয়্যিবা পাঠ করাতে বলেন। স্ত্রী আয়েশা খাতুন জয়নাল আবেদিনকে কালেমা পাঠ করানোর পর ঘুমিয়ে যান দুজনই।
রাত ৪ টার দিকে আয়েশা খাতুন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে তার স্বামীকে বিছানায় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। ফজরের নামাজের জন্য ওযু করতে গিয়ে বাড়ির পাশে তাকে একটি গাছের সঙ্গে ঝুলতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়। ওই গাছের নিচে একটি প্লাস্টিকের চেয়ার উল্টানো ছিলো।
স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি ঋণগ্রস্ত থাকায় মানসিকভাবে বিমর্ষ ছিলেন। তাই নানা কারণে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে পারেন তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।