আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন একজন মুমিনের সর্বোচ্চ আকাঙ্ক্ষার বিষয়। মহান রবের ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হচ্ছে- আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আলে ইমরান: ৩১)
আয়াতে বলা হচ্ছে, আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম প্রিয়নবী (স.)-কে ভালোবাসতে হবে, তাঁর সব নির্দেশনা মেনে চলতে হবে। সেইসঙ্গে উম্মতকে দোয়ার শিক্ষা দিয়েছেন নবীজি (স.)। নিম্নে আল্লাহর ভালোবাসা লাভের কিছু দোয়া তুলে ধরা হলো।
১. اللَّهُمَّ ارزُقني حُبَّكَ، وحُبَّ مَنْ يَنْفَعُني حُبُّهُ عندَك উচ্চারণ: ‘আল্লাহুম্মারজুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাঁইয়ানফানি হুব্বুহু ইনদাকা।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং তার ভালোবাসাও দান করুন, যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী হয়। (তিরমিজি: ৩৪৯১)
২. اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِيْ يُبَلِّغُنِي حُبَّكَ اَللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِيْ وَأَهْلِيْ وَمِنَ الْمَاءِ الْبَارِدِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাজি ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহুম্মাজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়্যা মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মা-ইল বারিদ।’ অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। এমন আমল করতে চাই যা আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে। হে আল্লাহ! আপনার ভালোবাসা আমার কাছে আমার নিজের চেয়ে, আমার পরিবারের চেয়ে এবং ঠান্ডা পানির চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন। (তিরমিজি: ৮৩৯০/ ৩৪৯০; রিয়াদুস সালিহিন: ১৪৯০)
৩. اَللّٰهُمَّ ارزُقني حُبَّكَ، وحُبَّ مَنْ يَنْفَعُني حُبُّهُ عندَك، اللَّهُمَّ مَا رَزَقْتَني مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ، اَللّٰهُمَ مَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغاً لِي فِيمَا تُحِبُّ উচ্চারণ: ‘আল্লাহুম্মার যুক্বনি হুব্বাকা ওয়া হুব্বা মাই ইয়ানফাউনি হুব্বাহু ইনদাকা, আল্লাহুম্মার যুক্বনি মিম্মা উহিব্বু ফাজআলহু ক্বুওয়্যাতান-লি ফিমা তুহিব্বু। আল্লাহুম্মা মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু ফারাগান লি ফিমাতুহিব্বু।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনার ভালোবাসা আমাকে দান করুন। এবং ওই ব্যক্তির ভালোবাসা আমাকে দান করুন, যার ভালোবাসা আপনার নিকটে আমাকে উপকার দিবে। হে আল্লাহ! আপনি আমাকে আমার যে প্রিয় বস্তু রিযিক হিসেবে দান করেছেন, সেগুলোকে আপনার ভালোবাসার বস্তুর শক্তিতে পরিণত করুন। হে আল্লাহ! আমি যা কিছু ভালোবাসি তার থেকে আপনি যা নিয়ে গেছেন, সেগুলোকে আপনি যা ভালোবাসেন তার জন্য মুক্ত স্থান বানিয়ে দিন।’ (তিরমিজি: ৩৪৯১)
৪. اَللّٰهُم إِنيْ أَسْئَلُكَ الشوْقَ إِلى لِقَائِكَ وَلَذةَ النظْرِ إِلى وَجْهِكَ الْكَرِيْمِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আছআলুকাশ শাওকা ইলা লিকায়িকা ওয়া লাজ্জাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারিম।’ অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার সাক্ষাতের আগ্রহ কামনা করছি এবং আপনার সম্মানিত চেহারার প্রতি দৃষ্টি দেয়া কামনা করছি।’ (নাসায়ি: ১৩০৫)
আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো পাঠ করার এবং ইসলামের বিধি-বিধান মেনে চলার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জনের তাওফিক দান করুন। আমিন।