dailynobobarta logo
আজ রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিলেট ৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিবেদক
শহীদুর রহমান জুয়েল, সিলেট ব্যুরো
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ | ২:৩১ অপরাহ্ন
সিলেট ৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট-৩ আসনে ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন- ইহতেশামুল হক চৌধুরী দুলাল, কফিল উদ্দিন চৌধুরী, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী। এসময় ফখরুল ইসলাম এর মনোনয়ন স্থগিত করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

রোববার যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন আফরোজ, শেখ জাহেদুর রহমান মাসুম, আতিকুর রহমান আতিক।

এর আগে আসনটি থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল, ১ জনের স্থগিত ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

সিলেট জেলার ৬ আসনে মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com