dailynobobarta logo
আজ সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবি শাপলা ফোরামের নতুন নেতৃত্বে পরেশ-রবিউল

প্রতিবেদক
আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ | ৪:২৮ অপরাহ্ন
ইবি শাপলা ফোরামের নতুন নেতৃত্বে পরেশ-রবিউল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির নবনির্বাচিত প্রতিনিধিদের এক সভায় মতামতের ভিত্তিতে তাদেরকে মনোনয়ন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন ও কোষাধ্যক্ষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

নবনির্বাচিত সভাপতি ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করাসহ ডিজিটালাইজেশনের আওতায় আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টিকেও যেন স্মার্ট হিসেবে গড়ে তুলা যায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের দোয়া চেয়েছেন সম্পাদক ড. রবিউল হোসেন।

প্রসঙ্গত, গত শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মমতাজ ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান। নির্বাচনে অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্যে ১৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। তাদের মধ্য থেকে আজ মতামতের ভিত্তিতে এই কমিটি মনোনয়ন করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com