dailynobobarta logo
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ৫:১৯ অপরাহ্ণ
সোনা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সোমবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি সোনার দাম উঠেছিল ২ হাজার ১০০ মার্কিন ডলারের ওপরে। এদিকে, বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির জেরে ভারতের বাজারেও সোনার দাম বাড়ছে। দেশটির বাজারে ১০ গ্রাম সোনার দাম ৬৪ হাজার রুপি ছাড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিজনেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরের মার্চের দিকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে, এমন খবর বাজারে ছড়িয়ে পড়ার পরপরই সোনার দাম বেড়ে যায়।

সোমবার আমেরিকার স্টক মার্কেটে সোনার দাম ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাম দাঁড়ায় ২ হাজার ৮৫ ডলার ৭৬ সেন্ট। অথচ লেনদের শুরুর দিকে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ১১ ডলার ৩৯ সেন্ট। আমেরিকার ফিউচার মার্কেটে সোমবার সোনার দাম ১ শতাংশ বেড়ে ২ হাজার ১০৭ ডলার ৬০ সেন্টে উঠেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার বলেছেন, ফেডারেল রিজার্ভের প্রধান পাওয়েল গতকাল তার বক্তৃতায় সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আগামী বছর আর সুদহার বাড়ার সম্ভাবনা নেই। বরং কমতে পারে। অন্যদিকে, সিএমইর ফেডওয়াচ টুল বলেছে, আগামী বছরের মার্চে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ৭০ শতাংশ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের বাজারে ৯৯৯ মাত্রার বিশুদ্ধ সোনার দাম আরও বেশি। করসহ প্রতি ১০ গ্রাম এই সোনার দাম ৬৭ হাজার ৫০০ রুপিতে উঠেছে। এটি ভারতের বাজারে এযাবৎকাল সোনার সর্বোচ্চ দাম।

সোমবার রুপার দামও ১ শতাংশ বেড়েছে। ধাতুটির দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ২৫ ডলার ৪৫ সেন্ট। তবে দাম কমেছে প্যালাডিয়ামের। গতকাল দশমিক ৪ শতাংশ কমে ধাতুটির দাম হয়েছে আউন্সপ্রতি ৯২৯ ডলার ৯৩ সেন্ট। প্লাটিনামেরও দাম ১ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৯৯৯ ডলার ৩৫ সেন্ট।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com