dailynobobarta logo
আজ বুধবার, ২ আগস্ট ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

চার সপ্তাহে ‘প্রিয়তমা’র ২৭ কোটি টাকার টিকিট বিক্রি

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
বুধবার, ২ আগস্ট ২০২৩ | ২:২২ অপরাহ্ন
প্রিয়তমা

মুক্তির চার সপ্তাহে প্রায় ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার। গত ঈদে মুক্তি পাওয়ার পর মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬টি হলে চলছে সিনেমাটি।

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘চতুর্থ সপ্তাহে টিকিট বিক্রি হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকার। প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২ সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। চতুর্থ সপ্তাহে এসে মোট কালেকশন এসে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘সিনেমা মুক্তির একমাস হয়ে গেলেও এখনো দর্শকদের চাহিদার শীর্ষে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে প্রতিদিন ১৪টি শো চলছে, ব্লকবাস্টারে ৭ এবং লায়ন সিনেমায় ৪টি করে শো প্রদর্শিত হচ্ছে।’

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে। প্রিয়তমা এবং অন্য বাংলা সিনেমা বেশ ভালো চলছে। প্রতিদিনের শো হাউজফুল যাচ্ছে বাংলা সিনেমার।

সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘প্রিয়তমা সিনেমাটি একটানা ভালো যাচ্ছে। এটা আমাদের চোখে সুপারডুপার হিট একটা সিনেমা। আমাদের সিঙ্গেল স্ক্রিনে অনেকদিন পর “প্রিয়তমা” সিনেমা আশা জাগিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলা সিনেমার জন্য সুখকর হবে।’

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com