dailynobobarta logo
আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

লক্ষ্মীপুরে ওয়েলকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ

প্রতিবেদক
কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের ওয়েলকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ উঠেছে। সালেহ নূর নামে এক ব্যক্তি ওই হাসপাতালটিতে হার্নিয়ার অপারেশন করানোর পর এখন অঙ্গহানির ঝুঁকিতে পড়েছে।
প্রতিকার চেয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর স্বজনেরা। সালেহ নুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় আইনগত প্রতিকার এবং ক্ষতিপূরণ চেয়ে গত ৩ ডিসেম্বর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সালেহ নুরের বাবা মো. সোলাইমান।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২১ অক্টোবর ওয়েলকেয়ার হসপিটাল (প্রাঃ) লিমিটেড নামক বেসরকারি হাসপাতালে ২৫ হাজার টাকা চুক্তিতে সালেহ নুরের হার্নিয়া অপারেশন হয়। হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে অপারেশন করানো হয়। অপারেশনের পর রোগীর গোপনাঙ্গে কেঁথলার বসানো হয়। অপারেশনের পরদিন রাতে ওই হাসপাতালের ওয়ার্ডবয় তড়িঘড়ি করে কেঁথলাটি খুলে ফেলে দেয়। এতে ওইস্থান থেকে রক্ত বের হয়। পরে ডিউটি ডাক্তার এসে পুনরায় কেঁথলা স্থাপন করে। এতে রক্ত বন্ধ হলেও ক্ষতস্থানে ইনফেকশন দেখা দেয় এবং প্রশ্রাবের রাস্তা বন্ধ হয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। বাসায় এনে ১৪ দিন পর কেঁথলা খুলে ফেললেও পূর্বের অসাবধানতার কারনে ক্ষত তৈরী হয়ে অবস্থার অবনতি হয়।
পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এতে এক লাখ টাকা ব্যয় হয়েছে। এরপরও সালেহ নুর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পুরোপুরি সুস্থ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
সালেহ নুরের বাবা মো. সোলাইমান বলেন, হার্নিয়ার চিকিৎসা করাতে এসে এখন আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেছে। সে পুরোপুরি হয়তো সুস্থ নাও হতে পারে। গোপনাঙ্গের ক্ষতি হলে সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। হাসপাতালের ওয়ার্ডবয় এবং কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে আমরা আইনী প্রতিকার চাই। আমার ছেলের জীবনে যে ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ চাই।
এ বিষয়ে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আমজাদ হোসেন মিষ্টার এর মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা সিভিল সার্জন ড. আহমদ কবির বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com