dailynobobarta logo
আজ মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিবেদক
দৈনিক নববার্তা ডেস্ক
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | ৫:০২ অপরাহ্ন
মানিকগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালামের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ।

আজ মঙ্গলবার (১২ ডিসরম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আক্তারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন সালাউদ্দিন মাহমুদ।

অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার এমপি প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম প্রতীক বরাদ্দের আগেই প্রতিনিয়ত নৌকার ব্যানারে সভা, সমাবেশ, মাইকিং শোডাউনের মাধ্যমে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। যাহা আচারণবিধি লঙ্ঘনের সামিল।

সালাউদ্দিন মাহমুদ বলেন, নৌকার প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুই দিন আগে আমার এক কর্মীর ওপর তার সমর্থকরা হামলা করেছে। সেই ঘটনায় থানায় মামলাও করেছি। আমাকে কোণঠাসা করতে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার এমপি প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। অভিযোগ দেয়ার মত কোনো কাজ আমি করিনি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ কনা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com