বিএনপির ডাকা সোমবারের হরতাল স্থগিত করে তা মঙ্গলবার নেয়া হয়েছে। অর্থাৎ সোমবার নয়, দলটির হরতাল হবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা।বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যার হরতাল এ দিনের পরিবর্তেে মঙ্গলবার পালিত হবে সারা দেশে। অবশ্য কী কারণে হরতালের কর্মসূচি এক দিন পেছানো হলো তা জানায়নি বিএনিপ।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগেরদিন শনিবার দেশব্যাপী সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেছিল দলটি। রিজভী এদিন সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন।
এ নিয়ে ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল বিএনপি। এ ছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে তারা।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরপর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।