dailynobobarta logo
আজ বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

দীঘিনালায় সশস্ত্র দু-গ্রুপের মধ্যে গুলি বিনিময়

প্রতিবেদক
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | ৮:৩৪ অপরাহ্ন
বন্দুকযুদ্ধ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম এলাকার নাড়াইছড়িতে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সর্মথিত (জেএসএস) দলের দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী ভয়াবহ বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে।

এ সময় উভয় গ্রুপের মধ্যে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পূরো এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যন্ত দুর্গম হওয়ায় এলাকাটিতে প্রশাসনের কেউ পৌঁছাতে পারেনি এখনো।

নাম প্রকাশে অনিচ্ছুক সন্তু লারমা সর্মথিত (জেএসএস) দলের এক নেতা জানান, প্রসীত খীসা সর্মথিত (ইউপিডিএফ) বিনা উস্কানিতে জেএসএস এর উপর অর্তকিত ভাবে ঝাপিয়ে পড়ে হামলা চালায়। যার কারনে দুই দলের মধ্যে সংর্ঘষ বেধে যাওয়ায় গোলাগুলি শুরু হয়, যা ঘণ্টাখানিক ব্যাপি চলে।

অপরদিকে প্রসীতখীসা সর্মথিত ইউপিডিএফ সূত্রে জানা যায়, জেএসএস ইচ্ছে করে একটা সংর্ঘষ বাধানোর জন্য উস্কানীমূলক ভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে স্থানীয়দের নিয়ে মিটিং করে উত্তেজনা তৈরি করেছে। এর ফলশ্রুতিতে গোলাগুলির সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত মানুষদের ছবিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুড়ের।তবে এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com